৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

‘হজ ব্যবস্থাপনায় অনিয়মে শাস্তি’

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সরকারি কোন কর্মচারী অবহেলা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। একই সঙ্গে হজ এজেন্সির বিরুদ্ধেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বাংলাদেশ থেকে এবছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এবছর হজ ও শিডিউল ফ্লাইটে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন সাত হাজার ১৯৮ এবং ৫৬ হাজার ৪০১জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ কার্যক্রমের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, বেসরকারি হজ এজেন্সিগুলোর ভূমিকা বিশাল থাকলেও অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় অনেক এজেন্সী যেসব সুযোগ-সুবিধার কথা বলে হাজীদের মক্কা-মদিনায় নিয়ে যান, ওখানে যাওয়ার পর তা আর রক্ষা করেন না। ফলে হাজীদের অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়তে হয়। হাজীদের সাথে এ ধরণের প্রতারণা কোনভাবেই কাম্য নয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network