২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গায়ে কোরোসিন ঢাললো শিক্ষার্থীরা

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

যৌন হয়রানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) খুলশী ক্যাম্পাসে ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ওই শিক্ষকের অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুরে ইউএসটিসি ক্যাম্পাসের সামনে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মাসুদ মাহমুদের গায়ে কোরোসিন ঢালার পর শিক্ষার্থীদের একটি দল ফয়েজ লেকের সামনে সড়কে অবস্থান নেন। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় যানবাহন আটকা পড়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

এর আগেও, অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। তবে, বেশ কিছুদিন ধরে তাদের আন্দোলন বন্ধ থাকলেও আবার তারা ওই অধ্যাপকের পদত্যাগ দাবিতে সরব হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ইংরেজি সাহিত্যের কবিতা পড়ানোর সময় নারী-পুরুষের জৈবিক সম্পর্ক, বিভিন্ন শারীরিক প্রক্রিয়া, পোশাক নিয়ে ক্লাসে নিয়মিত আলোচনা করেন শিক্ষক মাসুদ মাহমুদ। এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন বক্তব্য ছুড়ে দিতেন এবং নানা ভাবে যৌন হয়রানি করতেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করে তাদের ২ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

যৌন হয়রানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) খুলশী ক্যাম্পাসে ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ওই শিক্ষকের অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুরে ইউএসটিসি ক্যাম্পাসের সামনে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মাসুদ মাহমুদের গায়ে কোরোসিন ঢালার পর শিক্ষার্থীদের একটি দল ফয়েজ লেকের সামনে সড়কে অবস্থান নেন। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় যানবাহন আটকা পড়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

এর আগেও, অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। তবে, বেশ কিছুদিন ধরে তাদের আন্দোলন বন্ধ থাকলেও আবার তারা ওই অধ্যাপকের পদত্যাগ দাবিতে সরব হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ইংরেজি সাহিত্যের কবিতা পড়ানোর সময় নারী-পুরুষের জৈবিক সম্পর্ক, বিভিন্ন শারীরিক প্রক্রিয়া, পোশাক নিয়ে ক্লাসে নিয়মিত আলোচনা করেন শিক্ষক মাসুদ মাহমুদ। এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন বক্তব্য ছুড়ে দিতেন এবং নানা ভাবে যৌন হয়রানি করতেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করে তাদের ২ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network