৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ’র ফেসবুক গ্রুপ গঠন উপলক্ষে মতবিনিময়

আপডেট: জুন ২৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত প্রগতিশীল শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ’র ফেসবুক গ্রুপ গঠন উপলক্ষে প্রথম মতবিনিময় সভা ২৮ জুন, শুক্রবার ঢাকাস্থ সেগুনবাগিচা হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, শিক্ষক সমাজের প্রিয় বন্ধু অধ্যক্ষ শাহজাহান আলম সাজু উপস্থিত স্বাশিপ নেতৃবৃন্দকে ফেসবুক গ্রুপ গঠন বিষয়ে মুঠোফোনে নির্দেশনা প্রদান করেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ও সেগুনবাগিচা হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম ওবায়দুল্লাহ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও গজারিয়া কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শিক্ষক নেতা মো. মোনতাজ উদ্দিন মর্তুজা।সভাটি পরিচালনা করেন দি নেক্সটনিউজের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। সভায় সর্বসম্মতিক্রমে একটি ফেসবুক গ্রুপ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।প্রধান অতিথি অধ্যক্ষ মর্তুজা তাঁর বক্তব্যে বলেন, ” বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কর্মরত শিক্ষকদের নিয়ে গঠিত স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ’র প্রসার,প্রচারণা ও স্বাধীনতা বিরোধী অপশক্তির অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিহত করার লক্ষে ফেসবুক গ্রুপ গঠন অতীব প্রয়োজন।স্বাশিপের অগ্রযাত্রাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ গ্রহন করা হয়েছে তা প্রশংসার দাবী রাখে। আমি ফেসবুক গ্রুপটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ” মতবিনিময় সভার সভাপতি এ কে এম ওবায়দুল্লাহ বলেন, ” স্বাধীনতার পক্ষের প্রগতিশীল নন্দিত জাতীয় শিক্ষক নেতাদের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার অব্যাহত রেখেছে। এ সকল অপপ্রচার প্রতিরোধ এবং শিক্ষক সমাজের কল্যানের লক্ষে আমাদের একটি ফেসবুক গ্রুপ গঠন করা সময়ের দাবী । মেধার আলোকে উদ্ভাসিত একদল চৌকষ, সৃজনশীল, তরুন শিক্ষকের নেতৃত্বে এই গ্রুপটি পরিচালিত হবে।” গ্রুপটিতে সদস্য এড করার ব্যাপারে একটি নীতিমালা তৈরীর ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network