২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দোকান-শপিংমল খোলা রাখার প্রজ্ঞাপন

আপডেট: এপ্রিল ৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।

 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে কঠোর স্বাস্থ্যবিধি মানা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

লকডাউউন শুরুর পর থেকে শপিংমল ও বিপণীবিতান খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভও করেন তারা।

ব্যবসায়ীদের দাবি, রমজানের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন তারা। আর এ সময়ের বেচা-বিক্রি দিয়েই চলেন পুরো বছর। এদিকে দোকান ও শপিংমল খুলে দিলে করোনা সংক্রমনের আশংকাও করছেন অনেকে।এতে লকডাউনের গুরুত্বও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network