৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

ঠাকুরগাঁওয়ে অবৈধ্যভাবে বালু উত্তোলনে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও যন্ত্রপাতি জব্দ

আপডেট: জুলাই ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঠাকুরগাঁওয়ে রাজা নামের এক বালু ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের ২৯ মাইল পূর্ব বেগুনবাড়ি জেলেপাড়া গ্রামে অবৈধ্যভাবে বালু উত্তোলণ করায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এ আদেশ দেন। রাজা ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অবৈধ্যভাবে বালু উত্তোলনের সময় ওই ব্যাবসায়ীর কাছ থেকে ৩৩ হর্স পাওয়ারের ১টি ড্রেজার মেশিন, ২০ ফুট ও ১০ সাইজের ৩৫ টি পাইপ, ১টি স্কেভেটার মেশিন ও ২০ হাজার সিএফটি প্রায় ৩০০ গাড়ি বালু জব্দ করা হয়।

সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারায় পাম্প বা ড্রেজিং এর মাধ্যমে অনুমতি ছাড়া অবৈধ্যভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন এর অপরাধ আইনের ১৫ (১) ধারায় রাজা (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network