আপডেট: জুন ২৮, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জনস্বাস্থ্য অধিদপ্তরের ১.০৯ একর জমির মধ্যে আঞ্চলিক পানি পরিক্ষাগার নির্মাণ কাজে বাধা প্রদান করেছে সৈয়দপুর পৌরসভার লোকজনেরা ও জোর পূর্বক দখলের প্রেক্ষিতে প্রতিকার চেয়ে থানায় জিডি করেছে জনস্বাস্থ্য প্রকৌশল। যাহার সৈয়দপুর থানার জিডি নং ১২২২,তাং ২৩-০৬-২০২০ইং।
থানায় জিডি সূত্রে জানা যায়,গত ২৩ জুন আঞ্চলিক পানি পরীক্ষাগার নির্মাণ কাজ সম্পাদনের জন্য মালামাল ও জনবল প্রেরন করে সেখানে হলে হঠাৎ একদল লোক এসে সৈয়দপুর পৌরসভার লোক পরিচয় দেন এবং পানি পরীক্ষাগারের অস্থায়ী স্থাপনা ভাংচুর এবং নির্মাণ কাজে বাধা প্রদান করেন। বাধা প্রদানের কারণ জানতে চাইলে তারা জানান যে পৌরসভা অনুমতি ছাড়া কোন স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবেনা।
এ বিষয়ে নীলফামারী জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলম বলেন, অধিগ্রহন এবং রেকর্ড মুলে শতভাগ জমির মালিক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তাই উক্ত জমিতে সরকারি স্থাপনা নির্মান করতে সৈয়দপুর পৌরসভার অনুমতির কোন প্রয়োজন নেই।সুতরাং সৈয়দপুর পৌরসভা কোন ক্রমেই সরকারি কাজে বাধা প্রদান করতে পারে না।
তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঐ ১.০৯ একর জমি খাজনা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নীলফামারী পরিশোধ করে আসছে।
সূত্রমতে, এস এ রেকর্ড মুলে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর মৌজার খতিয়ান নং ০৫,দাগ নং-৬৩৭,এ ১.০৯ একর জমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নামে অধিগ্রহনকৃত।
নির্মাণ কাজে বাধা ও পানি পরিক্ষাগারের অস্থায়ী স্থাপনা ভাংচুরের বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন,জিডি নিয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।