২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনী নিহত

আপডেট: জুন ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নানী-নাতনী নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা রিসোর্টের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো-ধনবাড়ী উপজেলার গোবিন্দচর গ্রামের মরিয়ম আক্তার (২০) ও উমেছা বেগম ( ৬০) । এরা সম্পর্কে নানী-নাতনী। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বুধবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি ও মধুপুর-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে যাত্রী হিসেবে থাকা নানী-নাতনী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় সিএনজি চালকসহ অন্য আরও ২ যাত্রী গুরুতর হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network