আপডেট: জুন ২৩, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এর নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বস্ত্র, চিকিৎসা, ডেউটিন ও শিক্ষা উপকরন সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের উত্তর কানিয়াল খাতা নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে জাতীয় পতাকা ও দলিয় পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়।
এতে ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মহিবুল হাসান চৌধুরী’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাফিন মিয়া ও আমজাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান জামান ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমজাত হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য মিজানুর রহমান শাহ্ ফকির বাদল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একে এম আলমগীর হক প্রামানিক, সাধারণ সম্পাদক জাহানুর প্রামানিক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আনারুল চৌধুরী প্রমুখ।
ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মহিবুল হাসান চৌধুরী জানায়, আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০০জন অসহায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়। এছাড়া স্কুল শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরন, অসহায় মানুষকে ঘর তৈরি করার জন্য ঢেউটিন বিতরণ ও চিকিৎসা সেবা প্রদানের জন্য ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়।