৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

নীলফামারীতে আ.লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

আপডেট: জুন ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মঙ্গলবার (২৩জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরোলে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন ।

পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানেই সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক বক্তব্য প্রদান করেন।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা তাতীঁ লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, জেলা শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মুজিবদৌলা জকি, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান বুলেট, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শাহানুর আলম শানু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক জুবাইর হোসেন প্রামানিক জীম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network