আপডেট: জুন ১১, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বুচকী আদিবাসী গ্রামে বৃহস্পতিবার (১১ জুন) ভোরে মাদকাসক্ত ছেলে আল বেনুস মুর্মুর (২৮) পিঁড়ির আঘাতে পিতা নাজারুশ মুর্মুর (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বেনুস মুর্মুকে আটক করেছে।
পুলিশ জানায়, বুচকি গ্রামের মৃত মনসা মুর্মুর ছেলে নাজারুশ মুর্মু (৬০) রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে নাজারুশ মুর্মুর ছেলে আল বেনুস মুর্মু (২৮) কাঠের পিঁড়ি দিয়ে তার পিতাকে নাজারুশের মাথায় আঘাত করে। নাজারুশকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, আল বেনুস দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে বাড়ীর লোকজনকে বিভিন্নভাবে মারপিটসহ অত্যাচার করে আসছিল।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘাতক ছেলে আল বেনুস মুর্মুকে আটক করা হয়েছে।