আপডেট: জুন ৮, ২০২০
মাহমুদুল হাসান, বাস্ইাল (টাঙ্গাইল) থেকে : বাসাইলে জমির টাকা নিয়ে বিরোধের জের ধরে গ্রাম্য শালিসে প্রতিপক্ষের হামলায় আবদুল্লাহ আব্দুল মিয়া (৩৭) নামের এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে।
রবিবার (০৭ জুন) সন্ধ্যায় উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া মিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। ঘটনায় তার বড় ভাই আনোয়ার ও জাহিদ নামের একজন আহত হয়।
স্থানীয়রা জানান, উপজেলার সোনালিয়া মিয়াবাড়ীর আব্দুল মিয়া জমি বিক্রির জন্য এনামুল হক লিটন নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেয়। আব্দুল জমি না দিয়ে টাকা ফেরত দিতে তালবাহানা করছিলেন। পরে এঘটনায় রবিবার বিকেলে গ্রাম্য শালিসের আয়োজন করা হয়। শালিসে আব্দুল মিয়াকে এনামুল হক লিটনের পাওনাকৃত ৪লাখ ৯০ হাজার টাকা ফেতর ও তার কাছে ক্ষমা চাওয়ার জন্য সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিপক্ষ বিচার না মেনে আব্দুল ও তার ভাইসহ তিনকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ- এনামুল হক লিটন ও তার ভাই আব্দুর রশিদ টাঙ্গাইল থেকে লোকজন ভাড়া করে এনে আব্দুলসহ তিনজনের উপর হামলা চালিয়েছে।
গ্রাম্য শালিসে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদু, স্থানীয় ইউপি সদস্য পলাশ, যুগলুর রাশেদ মাতাব্বর, আওয়ামী লীগ নেতা পানসু মিয়াসহ অন্যান্য মাতাব্বর উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস বলেন, ‘শালিসে আব্দুল মিয়াকে এনামুল হক লিটনের পাওনাকৃত ৪লাখ ৯০ হাজার টাকা ফেরত ও ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এনামুল হক লিটনসহ তার পক্ষের লোকজন সেটি না মেনে আব্দুল মিয়াকে শালিস থেকে কিছু দূরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এসময় আমরা তাদের ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, এ ব্যাপারে এখনো কেউ মামলা করতে আসেনি,আসলে মামলা নেয়া হবে।
৮/০৭/২০ সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন ও এলাকাবাসির আয়োজনে আব্দুল হত্যার প্রতিবাদ ও অভিযুক্ত আব্দুর রশিদ -লিটন গংদের ফাসির দাবিতে সোনালিায়া -করটিয়া এলাকায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।