আপডেট: জুন ৬, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : চাঞ্চল্যকর ভাবে মিনা হত্যার প্রধান আসামি গণেশ ঋষি (৪৫) কে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার (৫ই জুন) সন্ধায় সদর উপজেলার খোকশাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহমুদ উন নবী জানায়, আসামি গণেশ ঋষি মিনা হত্যা মামলার প্রধান আসামি। আসামি গণেষ ঋষি ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামি তিমোথীয়, শিউলি, মিনতি সহ অন্যান্য আসামীদের সম্পৃক্ততা শিকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি র ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, গত ২৭ মে রাতে খোকশাবাড়ী ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের নরসুন্দর তিমোথি রায়ের স্ত্রী মিনা ওরফে সাথী (২০) এর হালির বাজার এলাকার মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।