আপডেট: জুন ২, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের চিরিরবন্দরে কর্মহীন ও দুস্থ দুইজন রিকশাভ্যান শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে শ্রম মন্ত্রণালয় প্রদত্ত ৪৫ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে।
১ জুন (সোমবার) বিকেল সাড়ে ৪ টায় চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে চিরিরবন্দর রিকশাভ্যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত কর্মহীন দুস্থ দুইজন রিকশাভ্যান শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের ৪৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা।
উপজেলা রিকশাভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, সংগঠনের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর স্ট্যান্ডের সভাপতি শফিকুল ইসলাম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।