২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

হিলিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: মে ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের প্রভাবে চলমান সংকটময় মূহুর্তে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ত্রাণের খাবার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (৬ মে) দুপুরে হাকিমপুর সরকারী ডিগ্রি কলেজ মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১৬৬টি মসজিদের ৪৫০জন ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সহ উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। #

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network