৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

 

কালিহাতীতে হামিদুল হক মোহনের স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল: কালিহাতী উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,বীর মুক্তিযোদ্ধা  হামিদুল হক মোহন স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ স্মরণ সভায়  বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় ইংরেজি দৈনিক দি নেক্সট নিউজের সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন  সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাংগাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী  ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম মনির ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  টাংগাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, যুগ্ম সাধারণ সম্পাদক  সাজু  আহমেদ , আইন বিষয়ক সম্পাদক, নজরুল গবেষক আব্দুল গনি আলরুহী ,জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির অন্যতম সংগঠক বিশিষ্ট সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, মরহুম হামিদুল হক মোহনের সহধর্মিণী  নুরুল হক মোহন,  জৈষ্ঠ্য পুত্র মিল্টন হক,কনিষ্ঠ পুত্র নাজমুল হক বাবু ,অগ্রণী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক রাসেল আহম্মেদ, কালিহাতী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাবেক সভাপতি মোস্তফা সাইফুল কায়সার,  উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, টাংগাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থা – জাসাসের  জেলা ইউনিটের সভাপতি  মাসুদুর রহমান মিলন,কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, কালিহাতী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ,যুব নেতা বায়েজিদ খান, সেলিম রেজা প্রমুখ।
সভায় বক্তারা মরহুম হামিদুল  হক মোহনের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার আদর্শ অনুসরণের আহ্বান জানান। বক্তারা বলেন, ” তিনি ছিলেন মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, দেশপ্রেমিক ও মানবাধিকার রক্ষায় নিবেদিত একজন সংগ্রামী মানুষ। টাংগাইল জেলার যেখানেই অন্যায় হতো সেখানেই তিনি প্রতিবাদ করতেন। ”
এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পাঠকপ্রিয় দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিব সরকার,কালিহাতী রিপোর্টার্স ইউনিটির  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, এটিএন নিউজের টাংগাইল জেলা প্রতিনিধি মিল্টন খন্দকার, সাংবাদিক আনিসুর রহমান শেলী, সুমন ঘোষ,  দৈনিক দেশ রুপান্তর পত্রিকার কালিহাতী প্রতিনিধি সেলিম রেজা স্বাধীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়জিদ খান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য। আহবায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুল ইসলাম ও শফিকুল ইসলাম শফিক। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোস্তফা সাইফুল কায়সার, মনিরুজ্জামান মতিন,শহিদুর রশিদ শহীদ, রহিমা আক্তার,এস এম মোফাজ্জল হোসেন বাবু, বায়েজিদ খান, নুরুল ইসলাম মুসা, সুমন মিয়া।
স্মরণ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network