১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

 

টাঙ্গাইল-০৬ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন হামিদুল হক মোহন

আপডেট: অক্টোবর ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

 নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইল – ৬ (নাগরপুর – দেলদুয়ার) আসনের দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণের দাবীর মুখে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জননেতা হামিদুল হক মোহন। টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
হামিদুল হক মোহনসহ নেতা কর্মীরা জানান, টাঙ্গাইলের অতি কাছে উপজেলা দেলদুয়ার ও নাগরপুর। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশকেও এই উপজেলায় উন্নয়নের ছোয়া লাগেনি। তাই উন্নয়নের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করার মত নেতা হামিদুল হক মোহনকে প্রয়োজন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ সকল বিষয়ে উন্নয়ন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চানখা, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্বর, উপজেলা যুবদলের আবাায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেলসহ  উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সকালে দেলদুয়ার উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন বর্তমান ও সাবেক নেতাকর্মী ও এলাকাবাসী হামিদুল হক মোহনের টাঙ্গাইল শহরের কলেজ পাড়াস্থ নিজ বাস ভবনে এসে তাকে পূর্ণ সমর্থন প্রদান করে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য।এসময় তারা হামিদুল হক মোহনকে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে প্রার্থীতা ঘোষনার দাবি জানান। পরে দলের নেতাকর্মী ও এলাকাবাসীর দাবির মুখে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষনা করেন তিনি।
উল্লেখ্য, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহন এমপি হওয়ার জন্য লালায়িত ছিলেন না।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে,এই আসনে মনোনয়ন প্রত্যাশীরা অধিকতর যোগ্য না হওয়ায় বিএনপির হাইকমান্ড থেকে মির্জাপুরের কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি নেতা সাঈদ সোহরাবকে কাজ করতে বলা হয়। এই সংবাদ শোনার পর নাগরপুর-দেলদুয়ারের বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তারা বাইরের প্রার্থীকে কোনভাবেই মেনে নেবে না মর্মে বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে নেতা-কর্মীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের সাথে যোগাযোগ করতে থাকে। মোহনের টাঙ্গাইলস্থ বাসা ও অফিসে নাগরপুর -দেলদুয়ারের নেতাকর্মীদের ভীড় জমতে থাকে। পরিশেষে নেতাকর্মী ও সাধারণ জনগণের দাবীর প্রেক্ষিতে হামিদুল হক মোহন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network