৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

 

টাঙ্গাইলে জামায়াতের বিশাল গণমিছিল

আপডেট: আগস্ট ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট, (মঙ্গলবার) বিকাল ৪টায় এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে, পুরাতন বাসট্যান্ড ও কলেজ গেইট হয়ে নতুন ডিস্ট্রিক্ট গেটে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-০৫ (টাঙ্গাইল সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ।

তিনি বলেন, আজকের দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। আর কোন ফ্যাসিবাদকে এ দেশে দাড়াতে দেবো না। আগামীর বাংলাদেশ হবে, ফ্যাসিবাদমুক্ত,চাঁদাবাজমুক্ত,দুর্নীতিমুক্ত,শোষণমুক্ত,ইসলামের বাংলাদেশ। বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী সকলকে সাথে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আল কুরআানকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই ; যাতে সকল মানুষ তার অধিকার ফিরে পায়। আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে এসেছি। আমরা সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন:জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান,ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,অধ্যক্ষ মুন্তাজ আলী,ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে আসার আহবান জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network