৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

জামায়াত নেতা মুক্তিযোদ্ধা তালেবের মৃত্যু

আপডেট: জুলাই ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার রুকন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা জিউন। গত চার বছর আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকে স্বাভাবিক চলাচল করতে পারতেন না তিনি। স্ট্রোকসহ নানা জটিলতা নিয়ে ৪ জুলাই ( শুক্রবার ) আনুমানিক ভোর ৪ টায় ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৪ জুলাই ( শুক্রবার ) বাদ জুমআ দেওলা গোরস্থান মসজিদের সামনে রাষ্ট্রীয় গার্ড অব অনারের পর জানাজা শেষে দেওলা গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজের পূর্বে সকলের উদ্দেশ্যে টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বক্তব্য রাখেন।

 

জামায়াত নেতার মৃত্যুতে জেলা ও শহর আমীরের শোক 

টাংগাইল শহর জামায়াতের রুকন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ ও শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেনের ইন্তেকালে জামায়াত অনেক বড় এক সম্পদ হারালো। এ অভাব পূরণ হবার নয়। তারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন। নেতৃদ্বয় মহান আল্লাহ তাআ’লার কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধরার তাওফিক কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network