২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

 

টাঙ্গাইলে জামায়াতের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট: মার্চ ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ  প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের সাবালিয়া আদর্শ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী জেলা ও উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫মার্চ) কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।
দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আলোচনায় অংশ নেন সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদ, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক সাহাদাত স্বপন, দৈনিক নয়া দিগন্ত জেলা সংবাদদাতা মালেক আদনান, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার আইটি বিভাগের প্রধান মোঃ ইব্রাহিম ।
প্রশিক্ষণে টাঙ্গাইল সদর ছাড়াও জেলার ১১টি উপজেলার ৩৭ জন সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র টাঙ্গাইল জেলা শাখার মিডিয়া বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network