২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকদের সম্মানে  জামায়াতের  ইফতার

আপডেট: মার্চ ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে ১৫ মার্চ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী  কালিহাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী মিঞার সভাপতিত্বে ও সেক্রেটারী এস.এম. এনামুল হকের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। তিনি সংগঠনটির টাঙ্গাইল -৪ কালিহাতী নির্বাচনী এলাকার এমপি প্রার্থী।
এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় উজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য , এমপি প্রার্থী অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ” আমরা বিভেদের বাংলাদেশ চাই না। মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে সবার ভালবাসা চাই, সহযোগিতা চাই। সবাইকে পাশে চাই। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো। নারীদের যথাযোগ্য সম্মান দিবো। এই দেশে আর কোন ষড়যন্ত্র হতে দিবো না। জীবন দিবো তবুও কারো রক্ত চক্ষু দেখাতে দিবোনা।
তিনি আরও বলেন, স্বাধীনতার এই দেশে যারাই ক্ষমতায় এসেছেন তারা আমানতকে খেয়ানত করেছেন। আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশিকষ্ট দিয়েছে গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার। জামায়াতের এ কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের জামায়াতের ত্রুটি গুলো ধরিয়ে দেবার এবং ভালো কাজগুলো প্রচার করার অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে ইফতারী আয়োজন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network