আপডেট: মার্চ ৬, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে উপজেলার মুক্তিযোদ্ধারা।
মানববন্ধন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদ খান,মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মোঃ মোহাব্বত হোসেন, মোজাফ্ফর আলী, আব্দুল বাসেত মেম্বার,গোলাম সারোয়ারসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের উপর হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ মার্চ উপজেলার বাংড়া ইউনিয়নের সোলাকুড়া বাজারে সাকরাইল ও মুলিয়া গ্রামের ছেলেদের ঝগড়া মীমাংসায় সালিশী বৈঠকে বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনৈতিক, বিএনপি নেতা শুকুর মাহমুদের উপর অতর্কিত হামলা হয়। হামলায় বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ গুরুতর আহতাবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, কালিহাতী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান,উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।