আপডেট: মার্চ ৪, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলার শিকার হয়েছেন নেতা-কর্মীরা।হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি ভূঞাপুরের গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে বাসযোগে বাড়ি ফেরার পথে উপজেলার পাটিতা পাড়া নামক স্থানে বাস থামিয়ে তাদের উপর হামলা চালানো হয়।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন উপজেলার ৩ নম্বর পূনর্বাসন এলাকার নেতা-কর্মীরা। সমাবেশ শেষে বাস যোগে বাড়ি ফেরার পথে বাসের মধ্যেই সামান্য বিষয়ে তর্কে জড়িয়ে পড়ে পূনর্বাসন ও পাটিতা পাড়ার কর্মীরা।পরে পাটিতা পাড়া নামক স্থানে বাস থামিয়ে পূনর্বাসন এলাকার কর্মীদের হাতুরি দিয়ে পিটিয়ে ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। এতে প্রায় ২৫ জন আহত হয়।
গুরুতর আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন ৩ নম্বর পূণর্বাসন এলাকার রেজাউল সরকারের ছেলে তারেক রহমান (২৪), আবেদ আলীর ছেলে এস এস সি পরীক্ষার্থী মোঃ মমিন (১৭), বারেক সরকারের ছেলে ইব্রাহিম খাঁ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী পারভেজ হাসান (১৮), আঃ আজিজের ছেলে করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের দর্শন ১ম বর্ষের শিক্ষার্থী আরমান (২০), নুরুল ইসলামের ছেলে মধুপুর ডিগ্রি কলেজের একাদশ ২য় বর্ষের শিক্ষার্থী আলামীন খান (২০)।এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।