২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

 

কালিহাতীতে বিএনপি নেতা শুকুর মাহমুদের উপর হামলা।। বিক্ষোভ

আপডেট: মার্চ ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের উপর হামলার প্রতিবাদে ৪ মার্চ তার নিজ ইউনিয়ন সহদেবপুরে হাজার হাজার জনতা বিক্ষোভ করেছে। উল্লেখ্য,গত ৩ মার্চ একটি শালিশী বৈঠকে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।৪ মার্চ সকাল থেকেই শুকুর মাহমুদের এলাকায় তার অনুসারী বিক্ষুব্ধ জনতা সহদেবপুর খেলার মাঠে জমায়েত হতে থাকে। সময় বাড়ার সাথে সাথে মানুষ বাড়তে থাকে।এক পর্যায়ে মাঠটি পরিপূর্ণ হয়ে যায়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে সাকরাইল গ্রাম আক্রমণ করতে এগিয়ে যেতে থাকে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনতে সাধারণ জনগণকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ জনতা পুনরায় খেলার মাঠ ও সহদেবপুর বাজারে একত্রিত হয়ে সমাবেশ করতে থাকে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কমিশনার মোহাম্মদ আলী, বিএনপি নেতা সামশুল ফকির, আবুবকর মল্লিক, যুবদল নেতা রাজা ও শুকুর মাহমুদের ছেলে মেহেদী হাসান প্রমুখ। বিক্ষুব্ধ জনতা পুনরায় মিছিলের জন্য প্রস্তুতি নিতে থাকলে শুকুর মাহমুদ এম্বুলেন্সে করে তার এলাকার চলে আসেন। তিনি এম্বুলেন্সে বসেই বিক্ষুব্ধ জনতাকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। শুকুর মাহমুদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ বাড়ি ফিরে যান।


এ বিষয়ে শুকুর মাহমুদ সাংবাদিকদের জানান, ” কয়েকদিন আগে মুলিয়া ও সাকরাইল গ্রামের যুবকদের মধ্যে একটি গন্ডগোল হয়।এটি মীমাংসার জন্য আমাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়। শালিশে সাঁকরাইলের পক্ষ উপস্থিত না হওয়ায় পরবর্তী তারিখে শালিশের সিদ্ধান্ত নেয়া হয়।এরই মধ্যে সাঁকরাইলের কয়েকজন যুবক হঠাৎ করে উচ্চ স্বরে কথা বলতে থাকে। ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে।এক পর্যায়ে আমার মাথায় আঘাত লাগে প্রচুর রক্তক্ষরণ হয়।” বর্ষিয়ান এ নেতার উপর হামলার প্রতিবাদে তার ভক্ত- অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । শুকুর মাহমুদ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুকুর মাহমুদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, অপরাধীদের গ্রেফতার করার আশ্বাসে তারা আন্দোলন স্থগিত ঘোষণা করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network