আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস এম শাহজাহান কিন্ডার গার্টেন এন্ড স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামের নিজস্ব ক্যাম্পাসে ক্রীড়ানুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এস এম শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও ইংরেজি জাতীয় দৈনিক দি নেক্সটনিউজ এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, বিশিষ্ট সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়া,কবি লিমা রহমান,অধ্যাপক মুরাদ হোসেন, সাবেক সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি শাহরিয়ার সুমন।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক তায়েজ উদ্দিন,তুলা মিয়া ,আলেয়া বেগম প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এস এম শাহজাহান কিন্ডার গার্টেন এন্ড স্কুলটি উত্তর টাঙ্গাইলের একটি সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান। অত্রাঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম শাহজাহান নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।