আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঞ্জুর হাসানকে সভাপতি মোঃ সুমনকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে টাঙ্গাইল জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন ও সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল জেলা মৎস্যজীবী দলের প্যাডে স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করেন । কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম রাব্বানী রাজিব, সাধারণ সম্পাদক মোঃ সুমন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সাজু, সদস্য নুরে আমিন খান, আহসান,হোসেন ইলিয়াস হোসেন, মোঃ জিয়াউর রহমান সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। পরে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নব নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কালিহাতী উপজেলা শাখা মৎস্যজীবী দল অনুমোদন করায় টাঙ্গাইল জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক, সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কালিহাতী উপজেলার মা, মাটি ও মানুষের প্রিয় নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ,কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি সিনিয়র সহ-সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। সেই সাথে কালিহাতী উপজেলা বাসির নিকট সহযোগিতা দোয়া কামনা করেছেন এ কমিটি।