আপডেট: অক্টোবর ২৮, ২০২৪
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: বিপুল উৎসাহ উদ্দীপনায় গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সম্মেলনের মধ্য দিয়ে গোপালপুরে গঠিত হয়েছে জাসাস এর ঝাওয়াইল ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড কমিটি।
২৮ অক্টোবর রোববার রাতে সোনামুই বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সর্ব সম্মতিতে ৭নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান লিমন সাধারণ সম্পাদক মাহমুদ সাজ্জাদ ও ৮নং ওয়ার্ডের সভাপতি আকবর হোসেন সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
ঝাওয়াইল ইউনিয়ন জাসাস আহবায়ক গোলাম কিবরিয়া মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা জাসাস আহবায়ক শাহানুর আহম্মেদ সোহাগ। এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সহ সভাপতি নূরুল ইসলাম সুজা, উপজেলা বিএনপি নেতা শাহজাহান আলী ভিপি, উপজেলা জাসাস সদস্য সচিব খন্দকার শরিফ, উপজেলা শ্রমিকদল আহবায়ক মো: আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জাকির হোসেন প্রিন্স, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান মিল্টন প্রমুখ।
ঝাওয়াইল ইউনিয়ন জাসাস কর্তৃক আয়োজিত সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের সাবেক সহ সভাপতি মির্জা মনিরুজ্জামান মনি, এনামুল হক চৌধুরী হিমেল, মো: বোরহান উদ্দিন, আবদুল হালিম, আব্দুল মান্নান প্রমূখ।
ঝাওয়াইল ইউনিয়ন জাসাসের সদস্য সচিব মো: ফারুকের সঞ্চালনায় সম্মেলনের শেষ পর্বে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী, মো: ফারুক ও সবার প্রিয় গীতিকবি জাহিদ সাঁই।