আপডেট: মে ১৪, ২০২৪
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাকিয়া তাসনিম তাবাসসুম জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। তাকিয়া জেলার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবুল হাসেম বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এবং জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ তোফাজ্জল হোসেন সোহাগের কন্যা। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী তাকিয়া পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মেধার স্বাক্ষর রেখেছিলো। তাকিয়া টাঙ্গাইল সদর উপজেলার বাহির শিমূল গ্রামের বাসিন্দা। তাকিয়ার ছোট ভাই সায়েমও মেধাবী ছাত্র । তাকিয়া ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
তাকিয়ার বাবা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সোহাগ জানান , ভালো ফলাফলের পাশাপাশি আমার মেয়ে ভালো মানুষ হোক এটাই আমার প্রত্যাশা। তাকিয়া জানায় , বাবা, শিক্ষকের পাশাপাশি তার মা ইশরাত জাহান শাহিনার অবদান বেশি।