আপডেট: এপ্রিল ২৪, ২০২৪
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল :উপমহাদেশের প্রখ্যাত সুরকার সঙ্গীত পরিচালক ও গীতিকার লোকমান হোসেন ফকিরের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শমসের ফকির ডিগ্রী কলেজে লোকমান হোসেন ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শমসের ফকির ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির। এসময় উপস্থিত ছিলেন, জিপি সদস্য রিপন ফকির, অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাল মাহমুদ, আতোয়ার রহমান, আবুল মাষ্টারসহ কলেজের শিক্ষকরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোনায়েম সরকার।