৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র যাত্রা।। সভাপতি মতিন, সম্পাদক হেলাল

আপডেট: মার্চ ১৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুন্নবী সিদ্দিকী,টাঙ্গাইল থেকে : প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) বিকালে উপজেলা সদরে হাসপাতাল সড়কের অস্থায়ী কার্যালয়ে আলোকিত প্রতিদিনের মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও আমাদের সময়ের দাস পবিত্রের সঞ্চালনায় কালিহাতীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক সভায় এ ইউনিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আলোকিত প্রতিদিনের মনিরুজ্জামান মতিনকে সভাপতি ও প্রতিদিনের সংবাদের মুহাম্মদ মুনসুর হেলালকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।


কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সুমন ঘোষ(নিউজ মেইল),  আনিসুর রহমান শেলী (দৈনিক স্বাধীনমত); যুগ্ম-সম্পাদক মনির হোসেন (সময়ের আলো), জাহাঙ্গীর আলম (তরঙ্গ নিউজ); অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক লাখো কণ্ঠ); সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (আমার সংবাদ); দপ্তর সম্পাদক সেলিম রেজা স্বাধীন (দেশ রূপান্তর); ক্রীড়া সম্পাদক আবু সাইদ (এই বাংলা ); প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর রহমান (বাংলাদেশ সমাচার); আপ্যায়ন সম্পাদক দেবাশীষ কর্মকার (সাপ্তাহিক ইনতিজার); কার্যকরী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী (বাংলাদেশ সময়), দাস পবিত্র (আমাদের সময়), সোহেল রানা (বাংলাদেশ বুলেটিন), ইমরুল হাসান বাবু (ঢাকা প্রতিদিন) ও অ্যাডভোকেট হুমায়ুন কবীর (যুগধারা)।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network