আপডেট: মার্চ ১৭, ২০২৪
জাহাঙ্গীর আলম, কালিহাতী(টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালতলা মাদারিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ ও তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (রবিবার) দুপুরে কলেজ প্রাঙ্গণে ট্রেড ইন্সট্রাক্টর মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা আক্তার, ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম, আবু জায়েদ তালুকদার, হাসিনা আক্তার, ইলিয়াস আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ইতিহাস ও তাঁর আদর্শ
শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।