আপডেট: জুন ২০, ২০২৩
নেক্সটনিউজ রিপোর্ট, ঢাকা : বাংলাদেশ আওয়ামী ওলামালীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন। গত ১৮ জুন রবিবার বাংলাদেশ আওয়ামী ওলামালীগের নবনিযুক্ত সভাপতি মাওলানা কে. এম. আব্দুল মমিন সিরাজীর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যান । জিয়ারতের পূর্বে তাঁরা বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় ওলামালীগের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা টাঙ্গাইলের কৃৃৃৃতি সন্তান পীরজাদা পীর আকতার হোসেন বোখারী, সাধারণ সম্পাদক আল্লামা আলহাজ্ব মো. আমিনুল হক (তাবলীগ জামাত) সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগের দিন ১৭ জুন নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উল্লেখ্য, ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গত ২০ মে ওলামালীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে বাাংলাদেশ আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেতুমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ১৫ জুুুন তিন বছরের জন্য নতুুুন কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি সিরাজগঞ্জের কৃৃৃতি সন্তান , প্রখ্যাত আলেম মাওলানা ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজী , সাধারণ সম্পাদক আল্লামা আলহাজ্ব মো. আমিনুল হক এবং প্রধান উপদেষ্টা টাঙ্গাইলের কৃতি সন্তান পীরজাদা পীর আকতার হোসেন বোখারী।