৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

কালিহাতীতে আলোকিত কালিহাতীর বৃক্ষরোপন কর্মসূচী

আপডেট: জুন ৩, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল  : “গাছ  লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে আলোকিত কালিহাতী ও স্নোটেক্স গ্রুপ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বিভিন্ন ধরনের ফলজ, ঔষধী ও কাঠ জাতীয় গাছের চারা রোপণ ও বিতরণ করে সংগঠনটি। বৃক্ষরোপণ কর্মসূচীর পৃষ্ঠপোষকতা করেন স্নোটেক্স গ্রুপ।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এই পৃথিবীকে রক্ষার প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা উপহার দিয়ে আসছে দেশের অন্যতম পোশাক রপ্তানি কারক প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ।

এবছর সারাদেশে এক  লক্ষ গাছ লাগানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে স্নোটেক্স গ্রুপ। সেই লক্ষমাত্রার অংশ হিসেবে টাংগাইলের কালিহাতিতে “আলোকিত কালিহাতি” নামক সেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠানের সহযোগিতায় এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। এই বৃক্ষ রোপন কর্মসূচিতে টাঙ্গাইলের সর্বাধিক পঠিত দৈনিক যুগধারা ও বাংলাদেশের পোশাক শিল্পখাতের অন্যতম অনলাইন মিডিয়া দি আরএমজি টাইমস মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে।

আন্তর্জাতিক পরিবেশ দিবসকে সামনে রেখে আজ সকাল ১০ টায় এলেঙ্গা পৌরসভার ফটিকজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির শুভসূচনা করেন আলোকিত কালিহাতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম। এছাড়া কর্মসূচিতে অংশ নেন  স্নোটেক্স গ্রুপের এজিএম আব্দুস সালাম, দৈনিক যুগধারা সম্পাদক মোঃ হাবিবুর রহমান (সরকার হাবিব), জেলা কৃষকলীগের নেতা জমির উদ্দিন আমিরী, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ  তোফাজ্জল হোসেন তুহিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোকিত কালিহাতি’র নেতৃবৃন্দ, কালিহাতি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, স্নোটেক্স গ্রুপ, আরএমজি ও সাস্টেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ।

আলিফ স্টীল মিলস লিঃ  প্রাঙ্গনে  বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। এছাড়াও মহেলা উচ্চ বিদ্যালয়,কুরুয়া কবরস্থান ও মাদরাসা, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network