১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

কালিহাতীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি কম, ভাইস চেয়ারম্যান মো.আখতারুজ্জামান।

উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর।আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network