আপডেট: নভেম্বর ৮, ২০২২
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতিতে প্রতি মাসের ন্যায় গত-৭ নভেম্বর -সোমবার রাত ব্যাপী কেন্দ্রীয় সাধু সংঘের আয়োজনে সাংস্কৃতিক জোটের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সাধু ধামের আসনপতি সাধু মোখলেছুর রহমান ওরফে মোকা সাধুর সভাপতিত্বে সাধুপূর্ণিমায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু সালে মোহাম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা,বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতি উপজেলা কমিটি সাধারণ সম্পাদক ও কালিহাতি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ-অালম। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধুসংঘের সাবেক সভাপতি বাবু হরিমোহন পাল ও সাবেক সম্পাদক রেজাউল করিম তাং, কালিহাতি প্রেসক্লাব সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন, বাংলাদেশ মারিফত এসিসিয়েশন ঘাটাইল উপজেলার নেতা হযরত সৈয়দ নূরুল ইসলাম সুরুজ শাহ ফকির প্রমুখ।
এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে সাধু গুরু, ফকির, বাউল, কবি সাহিতিক, পীর মাশায়েক, গোশাই, পাগল, লালন ভক্ত অনুরাগীরা অংশ নেন ।