আপডেট: মে ১, ২০২২
নেক্সটনিউজ প্রতিবেদক : রোটারি ক্লাব অব ঢাকা রাইজিং ষ্টারস মিরপুরে দরিদ্র শিশুদের মাঝে ঈদের জন্য উপহার সামগ্রী বিতরন করে।
ঈদ সবার জন্য খুশি বয়ে নিয়ে আসে।
দরিদ্র শিশুরা সমাজের অ্ংশ। তারাও যাতে ঈদের খুশিতে অ্ংশ নিতে পারে সেজন্য রোটারি ক্লাব অব ঢাকা রাইজিং ষ্টারস এ উদ্দোগ নেয়।
ক্লাবের মেম্বাররা এ বিষয়ে সহযোগীতা করেছেন।