আপডেট: এপ্রিল ১১, ২০২২
মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জন কে আটক করে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু সরবরাহের কাজে নিয়োজিত তিনটি ড্রাম ট্রাক জব্দ করে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে পৌলী ব্রীজের পশ্চিম পাশে পৌলী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের চাঁন মিয়ার ছেলে ছালাম (৪০), ঘারিন্দা গ্রামের ইউসুফ আলীর ছেলে রাসেল মিয়া (২২) ও বাঘিল গ্রামের আ. রাজ্জাকের ছেলে রাসেল আহমেদ (২০)।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।