৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে উপজেলা ছাত্রদলের মিছিল -সমাবেশ

আপডেট: মার্চ ১৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা, কালিহাতী পৌর ও এলেঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অবৈধ দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার এলেঙ্গায় উপজেলা, কালিহাতী পৌর ও এলেঙ্গা পৌর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু করে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ মোল্লা, শহিদুল ইসলাম, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা, এলেঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বাবুসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network