আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২২
মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের ২০২২-২০২৩ সেশনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মীর আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দাস পবিত্র।
২০২৩-২০২৪ সালের জন্যও পৃথক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি হলেন যুগান্তরের তারেক আহমেদ ও সাধারণ সম্পাদক মানব কন্ঠের মোল্লা মুশফিকুর মিল্টন।
অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে কার্যকরী কমিটি গঠন করা হয়। আলোচনায় অংশ নেন স্থানীয় এমপি আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী, মীর আনোয়ার হোসেন, আজকের পত্রিকার কালিহাতী উপজেলা প্রতিনিধি মুনসুর হেলাল বাদশা,সোলায়মান খান প্রমুখ। প্রথম পর্বের অনুুুুষ্ঠান সঞ্চালনা করেন কামরুল ইসলাম। দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুুুুুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক দি নেক্সটনিউজের সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, যুগধারা সম্পাদক হাাবিবুর রহমান, বাসাইল টাইমস টুুুয়েন্টিফোর ডট কমের সম্পাদক আশিকুর রহমান পলাশ।
বুস্পতিবার(২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কামরুল হাসান, রাইসুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, কোষাধ্যক্ষ লতিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক নুরুন্নবী রবিন, সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী, দপ্তর সম্পাদক মনসুর হেলাল, কার্যকরী সদস্য শাহ আলম, রশিদ আহমদ আব্বাসী, তারেক আহমেদ, মুসফিকুর রহমান মিল্টন ও সুমন ঘোষ।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম।