আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২২
মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে আসিফ খন্দকার সম্পাদিত বাৎসরিক সাহিত্য সাময়িকী কালিহাতীর সাহিত্যাঙ্গন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত কালিহাতী সাহিত্যাঙ্গন বইয়ের মোড়ক উন্মোচন হয়।
এস.কে.এম রফিকুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যাপক মো: জহুরুল হক বাদল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহরুল হক বুলবুল, হাবিবুর রহমান,আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক কামাল হোসেন ভূঁইয়া, টাঙ্গাইল থেকে প্রকাশিত মাসিক সাহিত্য কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ কামাল প্রমূখ।