আপডেট: ডিসেম্বর ৩০, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : উপজেলার মোহনা সিংগুরিয়া বাসস্ট্যান্ড।কালিহাতী, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলা। সেই সিংগুরিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত মাদার চাইল্ড কিন্ডার গার্টেন এন্ড স্কুল নামের প্রতিষ্ঠানটি। ঐতিহ্যবাহী এই শিশু শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ফলাফল ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আকবর বি এস সি। স্বাগত বক্ততব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আল মাসুদ খান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন লেকমান ফকির ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার,তালেমন -হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, ইউপি সদস্য শোয়েব তালুকদার,আনেহলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তালুকদার সবুজ, ডা. শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংগুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম সাইফুল্লাহ। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।