আপডেট: ডিসেম্বর ২৬, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : লালনগীতি প্রতিযোগিতা ” অচিন পাখি কন্ঠরাজ” এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে সেমিফাইনাল রাউন্ডে যারা উন্নীত হয়েছেন তারা হলেন….
১! মান্নফ বাউল-নাটোর ২! নাছির ফকির- টাঙ্গাইল ৩! আকলিমা আক্তার ঝুমুর-সখিপুর ৪!হুমায়ুন সরকার- সাগরদিঘী ৫! অধম নেহাল-কুষ্টিয়া ৬! মনিরুজ্জামান মনির-নাটোর ৭! সজিব আলী-নাটোর ৮! নূর মোহাম্মদ-টাঙ্গাইল ৯! হারাধন মন্ডল-কালিহাতি ১০! আমিনুল বিডি-কালিহাতি ১১! পরিক্ষিৎ বাউল- কুমিল্লা ১২! মোঃ মায়েদ-ব্রাম্মনবাড়ীয়া ১৩! বাউল শামীম-জামাল পুর ১৪! রেহানা পারভীন-চুয়াডাঙ্গা ১৫! জেসি আহমেদ-টাঙ্গাইল ১৬! রুবেল হাসান-সখিপুর ১৭! জুই বাবলা- টাঙ্গাইল ১৮! মেধা- চাদপুর ১৯! সোহেল ক্ষ্যাপা- ভুয়াপুর ২০! শীতল বাউল- সিরাজগঞ্জ ২১! সিঙ্গার হামিদ-কালিহাতি ২২! জুয়েল হক-নাটোর ২৩! আরবাজ আলী মিরাজ-ঢাকা ২৪! শামীম আহম্মেদ-টাঙ্গাইল ২৫! ঐশি- গাজীপুর ২৬! কুঞ্জ দাস- ঘাটাইল ২৭! রুনা খান-মির্জাপুর ২৮! ফরিদুল ইসলাম শাকিল-কালিহাতি ২৯! আলামিন সরকার-গাজীপুর ৩০! জয়নাল আবেদীন-কক্সবাজার।
নামের এই তালিকাটি মেধা ভিত্তিক নয় বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে দশটার মধ্যে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়ে জাতীয় পর্যায়ে বিচারক মন্ডলী কর্তৃক সরাসরি লাইফ পারফরম্যান্স করবেন প্রথম রাউন্ডের বিজয়ীরা। সারাদেশ ব্যাপী লালনগীতি প্রতিযোগিতা ” অচিনপাখি কন্ঠরাজ ” এর আয়োজক প্রতিষ্ঠান কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাধু শাহআলম নেক্সটনিউজকে জানান, ” অচিনপাখি কন্ঠরাজ ” একটি জাতীয় ভিত্তিক লালনগীতি প্রতিযোগিতা। এ বছরই শুরু হলো। সংগঠনটির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আয়োজন। সারাদেশের শিল্পীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আশা রাখি প্রতিযোগিতাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। “