আপডেট: ডিসেম্বর ১৯, ২০২১
শীতার্ত মানুষের বাড়ি বাড়ি কম্বল বিতরণ করলেন ছাত্রলীগে আহবায়ক মনির
মনির হোসেন,টাঙ্গাইল : কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই হঠাৎ রাতে বের হয়ে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতের কম্বল বিতরণ করলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির। প্রকৃত শীতার্ত অসহায় দুস্থদের হাতে কম্বল পৌঁছে দিতে তিনি এ উদ্যোগ গ্রহন করেছেন এবং এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শনিবার (১৮ ডিসেম্বর ) রাত নয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির কালিহাতী পৌর এলাকার উত্তর বেতডোবা, দক্ষিণ বেতডোবা, ভূঁইয়া কামার্থী, কামার্থী, কামার্থী তাইলা পাড়া, কুষ্টিয়া, হরিপুর, সাতুটিয়া গ্রামের বিভিন্ন অসহায় শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ও রিক্সা চালকসহ কালিহাতী ইসলামীয়া এতিমখানা এবং সাতুটিয়া কবরস্থান এতিমখানার এতিমদের মাঝে নিজের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের সভাপতি আল-হাদী নিশাত ও কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাইমুর রহমান দুর্জয় প্রমুখ।