আপডেট: ডিসেম্বর ১১, ২০২১
মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে কালিহাতী প্রেসক্লাবে পত্রিকাটির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মনির হোসেনের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ওই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রঞ্জন কৃষ্ণ পন্ডিত।
এসময় প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আতোয়ার রহমান, সাবেক সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, ক্রীড়া সম্পাদক সম্পাদক সুমন ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান শেলী, কার্যকরী সদস্য কামরুল হাসান, আব্দুস সাত্তার, সদস্য দুলাল হোসেন রানা, সাব্বির আহমেদ আব্বাসী, এম এম হেলাল, লতিফ তালুকদার, নুরুন্নবী রবীন, শামীম প্রমুখ।