আপডেট: নভেম্বর ২১, ২০২১
মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী মিনারা (২২) নামে এক গৃহবধু খুন হয়েছে।
ঘটনার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম (২৮) কে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৮টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামেএ ঘটনা ঘটে। ঘাতক ওই গ্রামের শামছুলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আঃ ছালাম জানান, তাকে গলাটিপে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানা অফিসার ইন চার্জ মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায় আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হবে।