৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রেনের ধাক্কায় ট্রাক টুকরো টুকরো

আপডেট: নভেম্বর ১৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রেনের ধাক্কায় সিমেন্টভর্তি একটি ট্রাক তিন টুকরো হয়ে গেছে।

বুধবার (১৭ নভেম্বর) ভোরে কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী বাংলানিউজকে জানান, রংপুর এক্সপ্রেস ভোরে রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ওই ট্রাকটি ট্রেন লাইনে ওঠে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের ক্ষতি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারনোয় ট্রাকটি ট্রেন লাইনের উপরে উঠে যায়।

এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি তিন টুকরো হয়ে যায়। ট্রাকের বডি, চেচিস ও ইঞ্জিন আলাদা হয়ে যায়। ট্রাকটি উদ্ধার কার্যক্রম চলছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network