আপডেট: নভেম্বর ১১, ২০২১
জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের এসএসসি (ভোক) ২০২১ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর (বৃহস্পতিবার) স্কুল পাঠ প্রাঙ্গণে তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা আক্তার লিজা, সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আকবর মাষ্টার, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিংগুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল ইসলাম খসরু, গিলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি যুবলীগ নেতা এস এম মিজানুর রহমান মিজান, আনেহলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ তালুকদার, স্থানীয় সমাজসেবক ইজ্জত আলী মাতব্বর, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান তালুকদার, মেহেদী হাসান নাঈম, শিক্ষার্থীদের পক্ষে সম্পা খাতুন প্রমুখ। সিনিয়র শিক্ষক মো: সাইফুল ইসলাম সাইফুল্লাহ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মাওলানা ওসমান গনি।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।