আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১
মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খিলদা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
খিলদা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম নূরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দিপুল, সদস্য মোশারফ হোসেন সিকদার, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সোহেল রানাসহ শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন।