৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলে ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে  থেমে গেছে রংপুর এক্সপ্রেস নামের ট্রেনটি। ফলে ট্রেনটিতে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে টাঙ্গাইলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ‘দুর্ঘটনার পর ট্রেনটিতে ক্রটি দেখা দিয়েছে। সম্ভবত ট্রেনটির হুইসপাইপ ছিঁড়ে পড়ে গেছে। অন্য আরেকটি হুইসপাইপ লাগানোর চেষ্টা চলছে। বর্তমানে এ রোডে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ঘারিন্দা, করটিয়া ও মহেড়ায় তিনটি ট্রেন আটকে রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভ্যানগাড়ি গড়াশিন ক্রসিং পার হচ্ছিল। সে সময় ঢাকা থেকে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটির চালক দ্রুত সরে যান। ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে যায়। বর্তমানে যাত্রীরা ট্রেন থেকে নেমে ট্রেনলাইনে অপেক্ষা করছেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network