১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

কালিহাতীতে যুবককে হত্যার চেষ্টা।। থানায় মামলা

আপডেট: আগস্ট ২৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় পূর্ব শত্রুতার জের ধরে দারালো অস্ত্র কুঁপিয়ে মিনহাজ উদ্দিন বাবু নামের এক যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কালিহাতী পৌরসভার কালিহাতী গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শুক্রবার(২৭ আগস্ট) কালিহাতী থানায় গুরুত্বর আহত মিনহাজ উদ্দিন বাবুর বাবা আব্দুর রহিম বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।

আহত বাবুর বাবা আব্দুর রহিম জানান, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল খালেকের হুকুমে কানাইয়ের মাধ্যমে মোবাইল ফোন ডেঁকে নিয়ে শেখ ফরিদ অতর্কিতভাবে বাবুর উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

কালিহাতী থানার এসআই রুপন কুমার সরকার জানান, এ ঘটনায় বাবুর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network