১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

ঘাটাইলের সাগরদিঘীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ২০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) শেখ হাসিনা গবেষক পরিষদ ও ফ্রেন্ডস গ্রুপ ক্লাব আয়োজনে সাগরদিঘী ইউনিয়ন পরিষদ সংংলগ্ন মাঠে এরশাদ কিংস একাদশ বনাম সবুজ কিংস একাদশ দল খেলা অনু্ষ্ঠিত হয়।

সাগরদিঘী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি চান মামুদ মনিরের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম,সাগরদিঘী ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর মাহমুদ, রহমান মাস্টার, সাগরদিঘী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন,
যুবলীগ নেতা মনির হোসেন, সোহেল, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, তারিফ আল সোহাগ,রানা প্রমুখ।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফিরোজ সিকদার আলভী।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network